বাবুগঞ্জ উপজেলার নব-নিবাচিত চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল ও ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদকে এবার মাধবপাশা তিনমঠ বাজার কমিটি ব্যতিক্রমধমী সংবর্ধনা দিয়েছেন। এ সময় নব-নিবার্চিত চেয়ারম্যানের বিভিন্ন কমকান্ডে মাধবপাশাবাসী তথা ব্যবসায়ী সমিতির সদস্যরা চেয়ারম্যানের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন ব্যবসায়ীরা। তিনমঠ বাজার কমিটির সভাপতি হাফিজুর রহমান কবিরের সভাপতিত্বে ও প্রভাষক জামাল হোসেনের পরিচালনায় সংবর্ধনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বাজার কমিটির সাধারন সস্পাদক বাবুল সমাদ্দার। সংবর্ধনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব-নিবাচিত চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি কাজী ইমদাদুল দুলাল।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ,মাধবপাশা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন,উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারন সস্পাদক মোস্তফা কামাল চিশতি ও যুবলীগ সস্পাদক মাসুদ করিম লাভু,সেচ্ছাসেবকলীগের সভাপতি মফিজুর রহমান পিন্টু,হাফিজ আহম্মেদ স্বপন প্রমূখ।