গত রবিবার দিনাজপুরের ঘোড়াঘাট পৌর ও উপজেলা মহিলা যুবলীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৫বছর পর ঢাকা ও দিনাজপুর জেলার মহিলা নেতৃবৃন্দ ওই কাউন্সিলে পুর্বের কমিটি বিলুপ্ত করে গনতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি উপহার দেন। এ উপলক্ষে রানীগঞ্জ সরকারী হাই স্কুল সংলগ্ন দলীয় কার্যলয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপত্বি করেন জেলা মহিলা যুব লীগের সভাপতি ছবি সিনহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান রাফে খন্দকার শাহানশাহ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক খাদিজা আক্তার শিল্পি,কেন্দ্রীয় কমিটির সদস্য উছমিন বেলী ও জেলা মহিলা যুবলীগের সাধারন সম্পাদক মাসুদা বেগম মুক্তা,ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগ আহ্বায়ক বেল্লাল মন্ডল। আলোচনা শেষে ২য় পর্বে ভোটের মাধ্যমে ও আনন্দ মুখর পরিবেশে উপজেলা ও পৌর যুব মহিলা লীগের কমিটি গঠন করা হয়। উপজেলা পর্যায়ে সভাপতি ও সেক্রেটারী নির্বাচিত হন সরস্বতী ও আরজিনা বেগম। পৌর শাখার সভাপতি ও সেক্রেটারী পদে নির্বাচিত হন নিলুফার জাহান লায়লা ও রেশমি আকতার।