জাতীয় পুষ্টি সপ্তাহ-২০১৯ এর শেষ দিনে সেমিনার ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটেছে। সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরুর কুমার ব্যানার্জীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি। সভায় আরও উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন, ডাঃ সউদ বিন খায়রুল আনাম, ডাঃ সাইফুল ইসলাম, ডাঃ সাইফুল আলম, ডাঃ মনিরুল ইসলাম, ডাঃ আশিকুর রহমান, সিনিঃ স্টাফ নার্স কল্পনা রানী, সেনেটারী ইন্সপেক্টরের সহকারী মোক্তারুজ্জামান স্বপন প্রমুখ। অনুষ্ঠানে চিত্রাঙ্কন, রন্ধন, কৃষকদের নিয়ে পুষ্টিকর খাবার বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ী এবং শ্রেষ্ঠ স্টলকে পুরস্কৃত করা হয়।