২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যেতে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়নের কৌশল নিয়ে নাটোরের বাগাতিপাড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন জিমনেসিয়ামে এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় বক্তারা বলেন, জনগন এখন আর কেবল উপকারভোগী নয়, তাঁরা দেশের অংশীদার। যে কোন কাজে তাদেরকে সম্পৃক্ত করলে উন্নয়ন হবে টেকসই। ২০৩০ সালের মধ্যে এসডিজি’র ১৭টি লক্ষ্য এবং ১৬৯টি লক্ষ্যমাত্রার বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করতে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত সমন্বিতভাবে কাজ করতে হবে। সুশাসন, সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা তৈরী করা, অন্য দেশের উপর নির্ভরশীলতা কমিয়ে স্থানীয় রিসোর্স বৃদ্ধি, জলবায়ুর ক্ষতিকর প্রভাব বিবেচনায় রেখে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের উপর কর্মশালায় বক্তারা গুরুত্ব আরোপ করেন। কর্মশালায় মূখ্য আলোচক হিসেবে পাওয়ার পয়েন্টে এসডিজি বিষয় উপস্থাপন করেন সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক ড. রাজ্জাকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে এসডিজি’র সাথে সংগতি রেখে স্থানীয় উন্নয়ন ভিত্তিক উপস্থাপন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ গোলাম রাব্বি। কর্মশালায় ইউএনও নাসরিন বানুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পৌর মেয়র মোশাররফ হোসেন, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আশরাফুল আলম খান ডাবলু, ওসি সিরাজুল ইসলাম শেখ প্রমুখ।