নওগাঁর মান্দায় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত উপজেলা পর্যায়ে খানকা-মাজার প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১০টায় উপজেলা মডেল রিসোর্স সেন্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন।
ইসলামিক ফাউন্ডেশন নওগাঁর উপপরিচালক কৃষিবিদ গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন মহাদেবপুর উপজেলার ফিল্ড সুপারভাইজার আকবর হোসেন, মান্দার ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ মুসা, উপজেলা মডেল কেয়ার টেকার আবুল কাসেম মৃধা, জেনারেল কেয়ার টেকার ময়নুল ইসলাম, আবদুল খালেক, সুলতান মাহমুদ, পীর মাসায়েক কমিটির উপজেলা সভাপতি মেছের আলী, সাধারণ সম্পাদক গাজীউর রহমান প্রমুখ।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও ২০১৮ শিক্ষাবর্ষে শ্রেষ্ঠ শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।