ঝিনাইদহর কালীগঞ্জ উপজেলার বারোজারের বেলাট দৌলতপুর আলীম মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মনোনিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, বিভিন্ন পর্যায়ে যাচাই বাছাই করে উপজেলার বেলাট দৌলতপুর আলিম মাদ্রাসাকে শ্রেষ্ঠ মাদ্রাসা হিসাবে মনোনিত হয়েছে।
এ ব্যাপারে অত্র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ অলিযার রহমান বলেন, সকল শিক্ষক শিক্ষিকাদের কঠোর প্ররিশ্রম, ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যসহ অভিভাবক ও এলাকাবাসীর সহযোগীতার ফলে লেখা-পড়ার মান উন্নয়ন হয়েছে। তিনি বলেন, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছি এবার জেলার মধ্যে শ্রেষ্ঠ হওয়ার আশা করছি। প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন প্ররিকল্পনা গ্রহন করে বাস্তবায়নের কাজ শুরু করা হয়েছে।
তিনি আরো বলেন, বেলাট দৌলতপুর আলিম মাদ্রাসাটি এই এলাকার কিছু শিক্ষানুরাগী ব্যক্তিদের প্রচেষ্ঠায় ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয়। এবং ১৯৬১ সালে অনুমতি ও স্বীকৃতি লাভ করেন। বর্তমানে মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক গর্ভনিং বডি বিদ্যমান আছে। এই মাদ্রাসায় ২৮১ জন ছাত্র এবং ৩৩৩ জন ছাত্রী আছে। মাদ্রাসায় দাখিল, সাধারন বিজ্ঞান, দাখিল ভোকেশনাল ও আলিম বিএম শাখা চালু আছে। গত তিন বছরে জেসিডি, দাখিল ও আলিম পরীক্ষার ফলাফল সংখ্যা ও গুনগত দিক দিয়ে সন্তোষজনক। এখানে ২৮ জন শিক্ষক ও ৫ জন কর্মচারী কর্মরত আছেন।
তিনি আরো জানান, ঝিনাইদহ-৪ আসনের জনপ্রিয় ও জননন্দিত সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের একান্ত প্রচেষ্ঠায় এই মাদ্রাসায় যে উন্নয়ন হয়েছে এটা আমরা কখনও কল্পনা করতে পারিনি। এই মাদ্রাসায় তার প্রচেষ্ঠায় তিন তলা বিশিষ্ট অ্যাকাডেমিক ভবন এবং শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। এ ছাড়া মাদ্রাসার পূর্ব এবং উত্তর পাশে সিমানা প্রাচির, স্থায়ী নামাজ ঘর এবং উন্নতমানের মাদ্রাসার মূল ফটক নির্মানের প্রয়োজন। এসবগুলোও স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীমের প্রচেষ্ঠায় নির্মাণ হবে বলে আশা করছি।