দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে সোমবার দুপুর ১ টায় উপজেলা মুক্ত মঞ্চে ৪০তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও প্রযুক্তি সপ্তাহ উদযাপনের বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সমাপনীতে মুক্ত মঞ্চে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হাই রকেটের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, উপজেলা কৃণি কর্মকর্তা মোঃ জসিমউদ্দীন, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার মল্লিক, দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার মিজানুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ টি, বিজ্ঞান ক্লাব ১ টি ও ডেরার ১ টি মোট ১৮ টি স্টল প্রদর্শন করে। শেষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদেরকে পুরষ্কার প্রদান করা হয়।