স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের লক্ষ্যে নওগাঁর রাণীনগরে এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গভর্নেন্স ইনোভেশন ইউনিট প্রধানমন্ত্রীর কার্যালয় এর বাস্তবায়নে ও রাণীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার দিন ব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তন সভা কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁর জেলা প্রশাসক মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান,নওগাঁ জেলার মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসফিকুর রহমান প্রমুখ। কর্মশালায় উপজেলার জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্কুল, কলেজ, মাদাষ্ট্রসার,শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী সাংবাদিকসহ সুশীল সমাজের মোট ৮০ জন অংশগ্রহণ করেন।