নওগাঁর মহাদেবপুরে সোমবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে ‘ডিগনিটি এ- লিডারশীপ ডেভেলপমেন্ট অব ইথনিক মাইনোরিটি প্রজেক্ট’ বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে স্থানীয় বে-সরকারি উন্নয়ন সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) এই সভার আয়োজন করে। সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ছাত্র-ছাত্রী ও আদিবাসী নেতৃবৃন্দসহ ৪০জন অংশগ্রহণ করেন।
সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ আসমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকূল কুমার বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রামানিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, সমাজেসেবা কর্মকর্তা মোহতাসিম বিল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন, এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিঞা, বিএসডিও’র নির্বাহী পরিচালক আবদুর রউফ, বিডিও’র নির্বাহী পরিচালক আকতার হোসেন প্রমুখ।
বিএসডিও’র প্রজেক্ট কো-অর্ডিনেটর আবু হেনা মোহাম্মদ ফিরোজের সঞ্চালনায় অনুষ্ঠিত অবহিতকরণ সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের লক্ষ্য,উদ্দেশ্য, কর্মকা- ও বাস্তবায়ন প্রক্রিয়া উপস্থাপন করেন বিএসডিও’র কর্মসূচি সমন্বয়ক মো. আতাউর রহমান। মুক্ত আলোচনায় মতামত প্রদান করেন আদিবাসী নেতা দিপংকর লাকড়া, জগেশ এক্কা, ব্রতীর প্রজেক্ট কো-অর্ডিনেটর বাবর আলী, আরকোর প্রজেক্ট কর্মকর্তা নওরীন প্রমুখ। বক্তারা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণের আহবান জানান।