নীলফামারীর ডোমার উপজেলায় বাল্য বিবাহ প্রতিরোধে সংবেদনশীলতা বৃদ্ধি বিষয়ক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে ইউনিসেফের সহযোগীতায় এন্ডিংচাইল্ড, মেরিজ থ্রো অ্যাডলেসন্টস ইমপাউয়ারমেন্ট প্রকল্প আরডিআরএস বাংলাদেশ কর্মশালাটির আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবদুল মালেক, নারী ভাইস চেয়ারম্যান রওশন কার্নিজ, পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ^দেব রায়, প্রেস ক্লাব সভাপতি মো: মোজাফ্ফর আলী, আরডিআরএস উপজেলা সমন্বয়কারী কবির আলম, ভোগডাবুড়ি চেয়ারম্যান একরামুল হক প্রমূখ বক্তব্য রাখেন। কর্মশালায় ৪০ জন প্রতিনিধি অংশ নেয়।