নীলফামারীর ডোমার উপজেলায় আর্সেনিকোসিস প্রতিরোধ বিষয়ক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার লাইফস্টাইল এবং প্রমোশন স্বাস্থ শিক্ষা ব্যুারোর সহযোগীতায় উপজেলা স্বাস্থ কমপ্লেক্স হলরুমে কর্মশালাটির আয়োজন করে সিভিল সার্জন অফিস।
উপজেলা স্বাস্থ ও প: প: কর্মকর্তা ডা. মো: মেহেফুজ আলীর সভাপতিত্বে জুনিয়ার শিশু কন্সালটেন্ট ডা. মো: মোয়াজ্জেম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাকেরিনা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমীর হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
কর্মশালাটিতে ডাক্তার, নার্স, সরকারী কর্মকর্তা, স্যানেটারী কর্মকর্তা, এনজিও কর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ প্রায় ৪০ জন প্রতিনিধি অংশ নেয়।