“খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন” শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে উপজেলা স্বাস্থ দপ্তর নিজস্ব হলরুমে ওই অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা স্বাস্থ ও প: প: কর্মকর্তা ডা. মো: মেহেফুজ আলীর সভাপতিত্বে জুনিয়ার শিশু কন্সালটেন্ট ডা. মো: মোয়াজ্জেম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাকেরিনা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমীর হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, জাতীয় পুষ্টি সপ্তাহটি গত ২৩ এপ্রিল শুরু হয়েছিল।