নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৬নং কাঁকৈরগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর নুর মোহাম্মদ এর বিরুদ্ধে সেচ্ছারিতা,দূর্নীতি,অর্থ আত্মসাৎ,ইউপি মেম্বারদের মুল্যায়ন না করা, নিজ ইচ্ছায় প্রকল্প দাখিল করাসহ নানা অভিযোগ উথ্যাপণ করে অনাস্থা প্রস্তাব আনয়ন অপসারণ দাবী করেছেন ঐপরিষদের দশজন ইউপি সদস্য।
নানা অনিয়ম উল্লেখপূর্বক রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবের লিখিত অভিযোগ দাখিল করেছেন ঐ সদস্যরা। অভিযোগে তাকে অনাস্থা প্রস্তাব ও অভিলম্বে অপসারণ দাবী করা হয়।অভিযোগে উল্লেখ এবং স্বাক্ষরদাতা ইউপি সদস্য জালাল উদ্দিন,বকুল নাহার,লাল বানু,শফিকুল ইসলাম,আব্দুল বাতেন,আঃ কাদির,হামিদ সোহাগ,জয়নাল আবেদিন,আয়েশা আক্তার ও রহমত উল্লাহ খান বলেন, আমাদের পরিষদের মেয়াদকাল ৩বছরের অধিক সময় হলেও অভিযুক্ত চেয়ারম্যান সাহেব আমাদেরকে কোন মিটিংয়ে ডাকেন না। কোন প্রকল্প তৈরী করতে হলেও আমাদের কোন পরামর্শ আমলে নেন না।এ যাবৎ আমাদেরকে কোন সম্মানিভাতা প্রদান করেননি,খেয়াঘাট,পরিষদের আয়ের ১৭লক্ষ টাকা তিনি আত্মসাৎ করেছেন। এছাড়াও এডিপির বরাদ্ধকৃত টিউবওয়েল তিনি তার আত্বীয়স্বজনদের মাঝে বন্টনের পায়তারা চালিয়ে যাচ্ছেন। টি,আর,কাবিখা,কাবিটা কোন প্রকল্পেই সদস্যগনকে যুক্ত না করে ইউপি সচিব মজিবুরের পরামর্শে তিনি একক সিদ্ধান্ত নিয়ে থাকেন।এসকল অনিয়মের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে চাইলে আমাদেরকে নানাভাবে হুমকী-ধমকী প্রদর্শণ করে থাকে। এছাড়াও নানা অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। উল্লেখ্য যে অভিযোগকারী ১০ সদস্যের মধ্যে ৮জনই বিএনপিপন্থী সদস্য। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মীর নুর মোহাম্মদ এর কাছে বহুবার চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অন্য দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল আহাম্মদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি ছুটিতে আছি শুনেছি একটি অভিযোগ আমার দপ্তরে জমা হয়েছে এসে দেখবো অভিযোগের সত্যতা থাকলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।