নগরীর সিএন্ডবি রোড চৌমাথা এলাকায় সোমবার সকালে কোতোয়ালি মডেল থানা পুলিশ ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে অভিযান চালিয়ে পাঁচ লাখ চিংড়ির রেনুপোনাসহ পাঁচজনকে আটক করেছে।
জেলা মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস জানান, ট্রাকযোগে গলাচিপা থেকে বাগদা ও গলদা চিংড়ির রেনুপোনাগুলো খুলনার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে অভিযান চালিয়ে ট্রাকসহ রেনুপোনাগুলো চৌমাথা এলাকা থেকে জব্দ করা হয়। এ সময় রেনুপোনা পাচারের সাথে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।