কসবা উপজেলার নির্বাহী কর্মকর্তা হাসিনা ইসলাম এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। কসবা প্রেসক্লাব উদ্যোগে গত রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আনিসুল হক ভুইয়া, সহকারি কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হুমায়ন কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, কসবা টি আলী বিশ্ববিদ্যালয় কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও কসবা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ মো. তসলিম মিয়া উপস্থিত ছিলেন।
কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন; কসবা প্রেসক্লাব সহ-সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন, সদস্য মো. আবদুল হান্নান ও মো. শাহআলম। বিদায়ী অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা ইসলাম তাঁর বক্তব্যে বলেন; “গণমানুষের কল্যাণে কসবা প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।” তিনি উপজেলার উন্নয়ন কর্মকান্ডসহ আর্থ সামাজিক কর্মকা-ে কসবা প্রেসক্লাব সাংবাদিকদের ভূয়শী প্রশংসা করেন। তিনি আরো বলেন, সাংবাদিকদরে সংগঠন কসবা প্রেসক্লাব আমার দায়িত্ব পালনে যেভাবে সহযোগিতা করেছে তা আমার চিরদিন স্মরণ থাকবে। কসবা প্রেসক্লাবের সামাজিক পেসায় গ্রুপ হিসেবে বলিষ্ঠ ভূমিকা রাখায় এখানে নারী নির্যাতন, ভূমিদস্যূবৃত্তি, মাদক সন্ত্রাস বাধাগ্রস্থ হচ্ছে।
সভাপতির বক্তব্যে কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা ইসলাম অত্যান্ত দক্ষতার সাথে অবৈধ স্থাপনা উচ্ছেদ, চোরাচালান ও মাদক প্রতিরোধ, বাল্যবিবাহ রোধসহ আইন শৃঙ্খলার উন্নয়নে ভূমিকা রেখেছেন। বিশেষ করে এ অঞ্চলের অবহেলিত নির্যাতিত, দুঃস্থ নারীদের তিনি ছিলেন আস্থার প্রতীক। তিনি সরকারের লক্ষ্য অর্জনে যে উচ্চতায় সমাজকে এগিয়ে নিয়েছেন এর ধারাবাহিকতা রক্ষায় পরবর্তী নির্বাহী অফিসারও নিজ থেকেই তাগাদা অনুভব করবেন।
পরে ইউপি চেয়ারম্যান ও বিভাগীয় অফিসারগণ সম্মলিতভাবে সংবর্ধনা প্রদান করেন।