যাদু প্রদর্শনীর নামে চলছে দেহ প্রদর্শনী। দিনের বেলা প্রদর্শনী মঞ্চে কোন ভীড় বা যাদুর আয়োজন না থাকলেও সন্ধার পর আলো ঝলমলে পুরো প্যান্ডেল জুড়ে উপচে পড়া ভীড়ে তিল ধারণের ঠাই থাকে না। সে সাথে শুরু হয় উলঙ্গ নৃত্যের দূর্বার মহড়া। রাত বাড়ার সাথে সাথে তা পরিনত হয় পতিতালয়ের রঙ্গমঞ্চে। যাদু প্রদর্শনীর নামে মাইকে প্রচারণা চালিয়ে দর্শকদের ডাকা হলেও ভিতরে প্রবেশ মাত্রই চোখে পড়ে নারী দেহের নগ্ন প্রদর্শন। এ যেন এক অন্য রকম যাদুর আসর। যেখানে যাদু শিল্পীর হাতের নিপূণ কারসাজীর পরিবর্তে দেখানো হয় পুরো শরীরের মোহনীয় শিল্পায়ন। সত্যিই সেলুকাস বিচিত্র এ দেশ। উপর্যুক্ত বর্ণনার বাস্তব রূপ চিত্রায়ন হচ্ছে সৈয়দপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আয়োজিত বৈশাখী মেলায়। গত ১৩ এপ্রিল উদ্বোধন করা এ মেলায় বিনোদন তথা মেলা পরিচালনা কমিটির আয়ের মূল উপজীব্যই হচ্ছে নগ্ন নৃত্য। কারণ মেলার প্রধান আকর্ষণ হস্তশিল্প বা পণ্য-সামগ্রীর স্টলের কোন অস্তিত্বই নেই এখানে। পুরো স্টেডিয়াম জুড়ে মাত্র ৪টি দোকান, যার একটি আচার, দুটি প্লাস্টিকের খেলনার আর একটি ভিউকার্ড-পোষ্টার-এ্যালবাম এর। একপাশে দ্যা গ্রেট রওশন সার্কাসের বিশাল প্যান্ডেল আর অন্যপাশে অনামিকা যাদু প্রদর্শনীর প্যান্ডেল। ইদানীং যাদুর একটি প্যান্ডেল তৈরি করে তাতে চলছে অশ্লীল নৃত্য। উঠতি বয়সের যুবকরা হুমরি খেয়ে পড়ছে যাদুর প্যান্ডেলের সামনে। এলাকাবাসী জানায়, স্টেডিয়াম আর হাসপাতাল এর ব্যবধান মাত্র কয়েক’শ গজ। সার্কাস ও যাদুর প্যান্ডেলের গান বাজনার শব্দে অসুস্থ রোগীদের চরম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। এ ব্যাপারে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. গোলাম কিবরিয়ার কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, এ ধরণের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়টি খতিয়ে দেখে মেলা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের দৃষ্টি কামনা করেছেন সচেতন মহল।