নীলফামারীর সৈয়দপুরে একটি এনজিও’র অফিস থেকে অস্ত্র ঠেকিয়ে প্রায় ১৭ লাখ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাত দল। শহরের শহীদ জহুরুল হক সড়কে (বিচালীহাটি) জনৈক চান মিয়ার ভবনের ৩য় তলায় সমিতির অফিসে গত ২৮ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে এ ঘটনা ঘটে। সোনালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড নামের এনজিওতে সংঘটিত এ ঘটনাটি প্রকৃতই ডাকাতি না সাজানো নাটক তা খতিয়ে দেখছে প্রশাসন। এদিকে এ ঘটনার পর সৈয়দপুর শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারণ শহরের প্রধান সড়কগুলোর পাশের দোকান থেকে দিন দুপুরে লাখ লাখ টাকা চুরি ও ডাকাতির ঘটনা রহস্যজনক। অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল ও থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) শাহজাহান পাশা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সত্যিকারে কত টাকা লুট হয়েছে বা আদৌ কোন ডাকাতির ঘটনা ঘটেছে কিনা তা তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। এজন্য রাত ৮টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য অফিসের ৪ কর্মচারীকে থানায় নেয়া হয় এবং গভীর রাতে তাদের ছেড়ে দেয়া হয়েছে। এ ব্যাপারে সৈয়দপুর থানার কর্মকর্তা ইনচার্জ বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। সিসি ফুটেজ পর্যালোচনা এবং অন্যান্য বিষয় খতিয়ে দেখেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে। সোনালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি এমডি ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আহমেদ জানান, সৈয়দপুর থানায় ডাকাতি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। অভিযোগ উঠেছে ওই সোনালি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড এর নম্বর রয়েছে ২৯। ওই নম্বরটি কোথাকার তার কোন সঠিক লেখা নেই। ওই নম্বর ব্যবহার করে তারা ভবন ভাড়া নিয়ে রীতিমত ব্যাংকিং নিয়মে চড়া সুদে ঋণ ব্যবসা করে আসছেন। ঘটনার দিন পাশাপাশি ব্যাংক থাকা সত্ত্বেও কেন তারা অগ্রিম ব্যাংক থেকে লাখ লাখ টাকা উত্তোলন করে সমিতিতে রাখলো তাও রহস্যজনক। সব মিলিয়ে ডাকাতির বিষয়টি প্রশাসনসহ সৈয়দপুরের বিজ্ঞ মহলে রহস্যময় মনে হচ্ছে।