জেলার গৌরনদী উপজেলার কাসেমাবাদ বাসষ্ট্যান্ডে চিহ্নিত বখাটের চাঁদার দাবীতে এক ব্যবসায়ী মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কাসেমাবাদ বাজারের ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ওই বাজারের ইলেকট্রিক মালামাল ব্যবসায়ী সুমন খাঁন জানান, গত এক মাস পূর্বে কাসেমাবাদ গ্রামের মাসুদ সরদারের চিহ্নিত বখাটে পুত্র মৃদুল সরদার কাসেমাবাদ বাজারে ব্যবসা করতে হলে তার (সুমন) কাছে বিশ হাজার টাকা চাঁদা দাবী করে। সে কোন টাকা না দেওয়ায় প্রায়ই তাকে হুমকি দিয়ে আসছিলো।
তিনি আরও জানান, রবিবার দুপুরে হরিসেনা গ্রামের সুজন সরদার নামের এক লোকের কাছে মোবাইলের চার্জার বিক্রি করেন। এ সময় চার্জারের ওয়ারেন্টি কার্ডে তারিখ লিখে দেয় ব্যবসায়ী সুমন। এঘটনার সূত্রধরে বখাটে মৃদুল সুমনকে মারধর করেন।
কাসেমাবাদ বাজারের একাধিক ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, স্থানীয় কিছু প্রভাবশালীর ছত্রছায়ায় বখাটে মৃদুল বিভিন্ন অজুহাতে প্রায়ই তাদেরকে উত্ত্যক্ত করে আসছে। এ বিষয়ে মৃদুল সরদারের মুঠোফোনে কয়েক বার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে ব্যবসায়ীরা বখাটে মৃদুলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।