দৈনিক আজকালের খবর পত্রিকার মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি, বিশিষ্ট কবি ও নাট্যজন আনমনা আনোয়ার(৪৮) মারা গেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মুন্সীগঞ্জ প্রেসক্লাবের কর্মকর্তাদের সঙ্গে কক্সবাজার ভ্রমনকালে শনিবার দিবাগত রাতে একটি হোটেলে(সি-গাল)অব¯হান করা কালে তিনি হৃদরোগে আক্রান্ত হন। তার সফরসঙ্গীরা আনমনা আনোয়ারকে তাৎক্ষনিকভাবে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত; চিকিৎসক মৃত ঘোষনা করেন। নাট্য সংগঠন থিয়েটার সার্কেল এবং কালের ছবি প্রতিষ্ঠাকালীন সভাপতি আনমনা আনোয়ারের মৃত্যুতে মুন্সীগঞ্জের গণমাধ্যম কর্মী এবং সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে আনোয়ার স্ত্রী ১ কন্যা ১ পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।