‘শেখ হাসিনার অবদান কমিউনিটি ক্লিনিক বাচাঁয় প্রাণ’ এই শ্লোগানকে সামনে রেখে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিরাজদিখানে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিক্লপনা বিভাগের আয়োজনে এ সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে র্যালীটি বের হয়ে ইছাপুরা চৌরাস্তা প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. শেখ শফিক-উর-রহমান, ডা. এ কে এম তাইফুর হক, ডা. সৈয়দা জামিলা হোসেন প্রমুখ।
এছাড়া উপজেলার শেখর নগর, মধ্যপাড়া, মালখানগর, বয়রাগাদীসহ বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকে কেককেটে ও র্যালী করে দিবসটি পালন করা হয়।