“শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে ১৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাউন্ড সিস্টেম ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় উপজেলা অডিটরিয়ামে ইউএনও শামীমুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি অধ্যাপক ডাঃ আবদুল আজিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান নিস্কৃতি দাশ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা কর্মকর্তা আখতারুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ রেজাউল করিম। সভা শেষে ১৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১’শ ৫১টি মাল্টিমিডিয়া ও ১’শ ৬৯টি সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়।