দুর্গাপুরে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে খুনিকে আটক করেছে পুলিশ। পারিবারিক কলহ থামাতে দ্বিতীয় স্ত্রী মালেকাকে পরিকল্পিতভাবে খুন করে স্বামী মমতাজ উদ্দিন। নেত্রকোনার দুর্গাপুর থানায় আটক মমতাজ উদ্দিন প্রাথমিকভাবে পুলিশের কাছে জবানবন্দিতে অপরাধ স্বীকার করেছে বলে জানান পুলিশ।
উল্লেখ যে গত ২৩ এপ্রিল নেত্রকোনার দুগার্পুর ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার করে দুর্গাপুর থানার পুলিশ। এরপর বিভিন্ন থানায় খবর পাঠালে নারীর বাবার বাড়ি কলমাকান্দার স্বজনরা লাশ শনাক্ত করে। পরে পুলিশ ঢাকার রূপগঞ্জে অভিযান চালিয়ে নিহতের স্বামী মমতাজ মিয়া(৪৮)কে আটক করে শনিবার দুর্গাপুর থানায় নিয়ে আসে। আটককৃত মমতাজ উদ্দিন দুগার্পুর উপজেলার বারমারী লক্ষীপুর গ্রামের মৃত আঃ সাত্তারের পুত্র। পুলিশ জানায়, নিহত মালেকা বেগম মমতাজ মিয়ার দ্বিতীয় স্ত্রী। দীর্ঘদিন ধরে তাদের মাঝে পারিবারিক কলহ চলে আসছিলো। মালেকা রাজধানী শহর ঢাকার বাড্ডায় একটি বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতো। গত ২২এপ্রিল মমতাজ উদ্দিন ঢাকায় গিয়ে ছলেবলে ফুসলিয়ে মালেকাকে দুগার্পুর নিয়ে আসে। ঐ রাতেই উপজেলার সদর ইউনিয়নের বারমারী লক্ষীপুর গ্রামের ভারত সীমান্তের ১৫০ গজ দূরে একটি পাহাড়ে নিয়ে মুখে কাপড় গুঁজে হাত বেধেঁ নির্যাতন করে মেরে ফেলে। পরে পাহাড়ের ঢালুতে লাশ ফেলে রেখে পালিয়ে যায় মমতাজ উদ্দিন। পরদিন মঙ্গলবার দুপুরে স্থানীয় এক আদিবাসী নারী রান্নান জন্য লাকড়ি কুড়াতে গিয়ে লাশ পরে থাকতে দেখতে পায়। থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে নেত্রকোনা মর্গে প্রেরণ করে। ঐদিনই পুলিশ বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।এ ব্যাপারে দুগার্পুর থানার কর্মকর্তা ইন-চার্জ(ওসি)মোঃ মিজানুর রহমান আটকের বিষয় নিশ্চিত করেছেন এবং তদন্তের স্বার্থে অন্যান্য তথ্য প্রকাশ করেননি তিনি।