নীলফামারীর কিশোরগঞ্জে জাতীয় যুব সংহতির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সন্ধায় মডেল উচ্চবিদ্যালয় মাঠে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব সংহতির সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাপা’র সহ সভাপতি রেজাউল আলম স্বপন, বড়ভিটা ইউনিয়ন জাপা সভাপতি দেলওয়ার রহমান ও সৈয়দপুর জেলা শাখা যুব সংহতির সভাপতি রওশন মহানামা। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা যুবসংহতির সেক্রেটারী নিয়ামুল ইসলাম স¤্রাট। আলোচনা সভা শেষে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে নেতা-কর্মীরা একে অপরের মুখে তুলে দেন।