জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ শিক্ষক সমিতি সরিষাবাড়ী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল রবিবার দুপুর ২ টায় অনুষ্ঠিত হয়। সরিষবাড়ী আর,ইউটি উচ্চবিদ্যালয়ের হল রুমে সমিতির আহ্বায়ক ব্যারিস্টার আব্দুছ সালাম তালুকদার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা শাখার শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি সরিষাবাড়ী আর,ইউ,টি উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু জ্যোতিষ চন্দ্র সাহা। বক্তব্য রাখেন, সমিতির সাবেক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান বাউসী বাঙ্গালী উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. বাহাদুর আলী, সমিতির সাবেক সভাপতি চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চবিদ্যালয়ের (অবঃ) প্রধান শিক্ষক মো.আঃ রাজ্জাক, আর ,এন,সি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এ,এস,এম জুলফিকুর রহমান, আর,ইউ .টি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু অরুণ কুমার সাহা, সালমা খাতুন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ওয়াজেদা পারভীন, বাঁশবাড়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, সাবেক দপ্তর সম্পাদক মো. জয়নুল আবেদীন, সহঃ প্রধান শিক্ষক মো. সরোয়ার আসলাম, সহঃ প্রধান মো. আমিনুর ইসলাম, সহঃ শিক্ষক মো. আরজু মিয়া, সহঃ প্রধান মো. আঃ বারী, সহঃ শিক্ষক মোঃ হারুন অর রশীদ প্রমুখ। সমাবেশের দ্বিতীয়ার্ধে চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম,ব্যারিস্টার সালাম তালুকদার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদকে সভাপতি এবং আর,ইউ,টি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু অরুণ কুমার সাহাকে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটির নাম ঘোষনা করেন। সেই সাথে আর,এন,সি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এ,এস,এম জুলফিকুর রহমানকে শিক্ষক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এবং চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু বিনয় কুমার সাহাকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট একটি ট্রাস্ট কমিটির নাম ঘোষনা করেন। এ সময় সমিতিভূক্ত বিভিন্ন বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষক/শিাক্ষকা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন। মঞ্চ পরিচালায় ছিলেন বিএসটি উচ্চবিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. রফিকুর ইসলাম।