নওগাঁর মান্দায় রোববার বেলা ১২টার দিকে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে আউশ প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ফারুক হোসেন, ইউপি চেয়ারম্যান আবদুল আলিম, বেলাল হোসেন খান, নওফেল আলী মন্ডল, জাহাঙ্গীর আলম, ছাইদুর রহমান, উপসহকারি কৃষি কর্মকর্তা হাফিজুর রহমান প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ফারুক হোসেন জানান, চলতি মৌসুমে উপজেলার ১৪ ইউনিয়নে ২ হাজার ৯শ জন কৃষকের মাঝে আউশ প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে। একবিঘা জমির জন্য প্রত্যেক কৃষককে ৫ কেজি ধানবীজ, ১৫ কেজি ডিএপি ও ১০ কেজি পটাশ (এমওপি) সার দেয়া হয়েছে বলে জানান তিনি।