বরিশালের বাবুগঞ্জে ইটভাটা ম্যানেজারকে কুপিয়ে টাকা ছিনতাই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে ইটভাটার মালিক ও ইউপি চেয়ারম্যান নূরেআলম বেপারী বাদী হয়ে মোঃ সামছুল হক প্যাদা(৪৫) মোঃ শহিদ(৩৫) ও মোঃ নাইব আলীসহ অজ্ঞাত ৮-১০জনকে আসামি করে বাবুগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। মামলার সূত্রে জানা গেছে শনিবার দুপুর ১২টায় উপজেলার কেদারপুর ইউনিয়নের সন্ধা নদীর পাড়ে অবস্থিত সোয়াহান ব্রিকস্ নামে একটি ইটভাটায় হামলা চালিয়ে ম্যানেজার মোঃ শরিফুল হাসান(৩৫)কে কুপিয়ে নগদ ২লাখ ৬৫হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। এ সময় ম্যানেজারের ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে আসলে সন্ত্রাসীরা ট্রলার যোগে পালিয়ে যায়। এ ঘটনার সংবাদ পেয়ে সোয়ান ব্রিকস্ মালিক ইউপি চেয়ারম্যান নূরেআলম বেপারী ঘটনা স্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় আহত ম্যানেজারকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। ম্যানেজারের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবা-চিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।