চাঁদপুরের হাইচরের মেঘনা নদীতে দুইদিন আগে জেলেদের সঙ্গে সংঘর্ষে নিখোঁজ পুলিশ কনস্টেবল মোশারফ হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ। হাইমচর থানার ওসি শেখ মুহসিন আলম জানান, রোববার বেলা ১১টায় বরিশালের হিজলা এলাকায় মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। মোশারফের বাড়ি চট্টগ্রামের সীতাকু- উপজেলার বারবকু- এলাকার মিজিপাড়ায়। তিনি চাঁদপুরের হামইচর থানায় কর্মরত ছিলেন। শুক্রবার রাতে ট্রলারে করে আসামি ধরতে যাওয়ার সময় হাইমচর কলেজঘাট এলাকায় মেঘনা নদীতে একদল পুলিশ সদস্য জেলেদের হামলার শিকার হন। জেলেরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি করে। এ সময় ট্রলার থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন মোশারফ। নৌ-পুলিশ নদীতে খোঁজ চালালেও মোশারফকে উদ্ধার করতে পারেনি।
মোশারফের স্ত্রী শামীমা আক্তার জানান, শুক্রবার রাত সাড়ে ৭টায় অভিযানে যাওয়ার জন্য তার স্বামী বাসা থেকে বের হয়। এরপর রাত ২টার দিকে তিনি মেঘনায় স্বামীর নিখোঁজ হওয়ার খবর পান।
ওসি বলেন, হিজলা এলাকার বাসিন্দারা মেঘনা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে এবং চাঁদপুর পুলিশকে জানায়।