‘শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাচায় প্রাণ’ এ শ্লোগান আলোকে কমিউনিটি ক্লিনিকের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কেক কাটা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ আবদুল গফুরের সভাপতিত্বে এ সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন (আর,এম,ও,) ডাঃ অভিজিত কুমার মৃধা, (এম,ও,) ডাঃ আতিকুর রহমান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, জেলা স্যানিটারী পরিদর্শক নেহার রঞ্জন হালদার, উপজেলা স্যানিটিারী পরিদর্শক আবু আনসার, পরিসংখ্যানবিদ আবু তাহের, এনজিও সীমান্তিক কর্মকর্তা সানজিনা, স্বাস্থ্য পরিদর্শক দিলিপ কুমার বিশ্বাস, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ আলমগীর হোসেন, আবদুর রাজ্জাক, দেবপ্রসাদ পাল ও প্রধান সহকারী মোঃ মাসুদুর রহমান প্রমূখ।