মাদ্র্যাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানী ও পুড়িয়ে হত্যার বিচার দাবীতে নীলফামারীর ডোমার উপজেলায় মানববন্ধন করা হয়েছে। রবিবার দুপুরে বাটার মোড়ে ঘন্টাব্যাপি মানব বন্ধনের আয়োজন করে ডোমার মহিলা ডিগ্রী কলেজের ছাত্রীবৃন্ধ। কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবুর সভাপতিত্বে ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ^দেব রায়, ম্যানেজিং কমিটির সদস্য নুরল ইসলাম বিএসসি, প্রেস ক্লাব সভাপতি মো: মোজাফ্ফর আলী, প্রভাষক মহিউদ্দিন আহমেদ, দুলাল চন্দ্র রায়, জাহাঙ্গির আলম ও ছাত্রী সালমা ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। বক্তরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন। এরআগে ছাত্রীরা কলেজ প্রাঙ্গন হতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বাটার মোড়ে আসে।