নিয়ামতপুরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। রবিবার পিএলবি স্পোটিং ক্লাবের মাটি ভরাট কাজের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে হিসাবে উপস্থিত থেকে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
এ উপলক্ষ্যে ক্লাবের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী আফিসার জয়া মারীয়া পেরেরা। এ সময় বিশেষ াতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন ও নাদিরা বেগম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম তার স্বাগত বক্তব্যে প্রকল্প সম্পর্কে বলেন, দরিদ্র জনগোষ্টির কর্মসংস্থানের মাধ্যমে নিয়ামতপুরে ৩৮ টি প্রকল্প বাস্তবায়ন করা হবে। এ প্রকল্পে সর্ব মোট ব্যয় হচ্ছে (শ্রম মজুরি) ১ কোটি ২ লক্ষ ২৪ হাজার টাকা।
জানা যায়, প্রকল্পে নিয়ামতপুর উপজেলায় ৮টি ইউনিয়নে ১২৭৮ জন দরিদ্র অভাবী শ্রমিক প্রতিদিন ২০০ টাকা মুজুরিতে ৪০ দিন কাজ করার সুযোগ পাচ্ছে। নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নে ১৬১ জন শ্রমিক নিয়ে ৫টি প্রকল্প, চন্দননগর ইউনিয়নে ১৪০ জনে ৪টি প্রকল্প, ভাবিচা ইউনিয়নে ১৫৮ জনে ৫টি প্রকল্প, নিয়ামতপুর সদর ইউনিয়নে ১৩৬ জনে ৪টি প্রকল্প, রসুলপুর ইউনিয়নে ২০৬ জনে ৫টি প্রকল্প, পাঁড়ইল ইউনিয়নে ১৬৩ জনে ৫টি প্রকল্প, শ্রীমন্তপুর ইউনিয়নে ১৪৪ জনে ৫টি প্রকল্প এবং বাহাদুরপুর ইউনিয়নে ১৭০ জন শ্রমিক নিয়ে ৫টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।