নিয়ামতপুরে অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (এনডিডি) বিষয়ক দিনব্যাপি এককর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল একাডেমি ফর অটিজম এ- নিউরো- ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (এএনএনএডি) এর আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপারভাইজার জাকির হোসেনের পরিচালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাদিরা বেগম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম শেখ, ডাঃ মোহাম্মাদ নূর আলম দীন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, হাজিনগর ইউনিয়ন চেয়ারম্যান আবদুর রাজ্জাক, ভাবিচা ইউনিয়ন চেয়ারম্যান ওবাইদুর রহমান, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান নঈম, বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা নূরুল ইসলাম, কর্মশালায় উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা ও সমাজের গন্যমান্য ব্যক্তি বর্গ অংশগ্রহণ করেন।