নওগাঁর মান্দায় কষ্টি পাথরের একটি মূর্তির খন্ডাংশ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার কালীগ্রামে পুকুর খননকালে মূর্তির খন্ডাংশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা এটিকে বিষ্ণু মূর্তির খন্ডাংশ বলে দাবি করেছেন।
স্থানীয়রা জানান, কালীগ্রামের আজিজুল ইসলামের পুকুর থেকে মাটি কেটে কির্তলী গ্রামের সোহরাব হোসেন জমি ভরাটের কাজ করছিলেন। ওই জমিতে খেলতে গিয়ে মূর্তিরা খন্ডাংশটি দেখতে পায় শিশুরা। সংবাদ পেয়ে মূর্তিটি হেফাজতে নিয়েছে পুলিশ।
মান্দা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে, সেটি বিষ্ণুমূর্তির খন্ডাংশ কিনা এখনও তা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুশফিকুর রহমান।