মুলাদীতে দরিদ্র পরিবারকে বসত-বাড়ি থেকে উচ্ছেদ করেছে প্রভাবশালীরা। ওই ঘটনায় মামলা দায়ের করা হলে আসামিরা বাদীকে হত্যাসহ বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন বাদী ও তার পরিবার। উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলী গ্রামের সালাম খন্দকারের ছেলে শাহজাহান খন্দকারকে প্রভাবশালী আসামিরা হুমকি দিচ্ছে। আসামীদের ভয়ে এলাকায় যেতে পারছেন শাহজাহান খন্দকার। এ ছাড়া প্রভাবশালীরা বাড়ি-ঘর ভেঙ্গে নিয়ে যাওয়ায় শাহজাহান খন্দকার পরিবারের সদস্যদের নিয়ে কোথাও অবস্থান করতে পারছেন না। জানাগেছে জমি দখল করতে গত ২৩ এপ্রিল সকাল ৭টার দিকে উপজেলার উত্তর বালিয়াতলী গ্রামের আঃ কাদের মালের পুত্র আতাহার মাল ও ওয়াহেদ কাজীর পুত্র মামুন কাজীর নেতৃত্বে ২৫/৩০জন সশস্ত্র সন্ত্রাসী হাত বোমা, রামদা, লেজা, লাঠিসোটা, হাতুড়ি, শাবল নিয়ে সালাম খন্দকারের বাড়িতে হামলা চালিয়ে ঘর ভাঙ্গচুর করে লুটপাট চালায় এবং তার স্ত্রী সালেহা বেগমকে টেনে হিচড়ে শ্লীলতাহানী করে গাছের সাথে বেধে নির্যাতন চালিয়ে বসতঘর ভেঙ্গে নিয়ে ভিটায় কলাগাছ রোপন করে দেয়। ওই ঘটনায় সালাম খন্দকারের ছেলে শাহজাহান খন্দকার বাদী হয়ে আতাহার মালসহ ২৩জনের বিরুদ্ধে মুলাদী থানায় মামলা দায়ের করে। এতে আসামিরা চরমভাবে ক্ষিপ্ত হয় এবং বাদী ও তার পরিবারকে দেখে নেওয়ার হুমকি দেয়। মামলার বাদী শাহজাহান খন্দকার জানান মামলা দায়েরের পর থেকে আসামিরা মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে। আসামীদের ভয়ে তিনি এলাকা ছেড়ে বিভিন্নস্থানে পালিয়ে বেড়াচ্ছেন। এ ছাড়া আসামিরা বাড়ি-ঘর ভেঙ্গে নিয়ে যাওয়ায় তাদের আশ্রয় নেওয়ার মতো আর কোনো জায়গা নেই। মা-বাবাসহ পরিবারের সদস্যদের নিয়ে তাকে রাস্তায় খোলা আকাশের নিচে অবস্থান করতে হবে। এ ব্যাপারে মুলাদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইদ আহমেদ তালুকদার জানান মামলার এক আসামীকে গ্রেফতার করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। আসামিরা বাদীকে হুমকি দিয়ে থাকলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।