মুলাদীতে প্রতিবন্ধীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি ইব্রাহিম সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ৯টার দিকে মুলাদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইদ আহমেদ তালুকদার ও এসআই আবদুল আউয়াল উপজেলার বাটামারা ইউনিয়নের রামচর গ্রামে অভিযান চালিয়ে সীমান্তবর্তী এলাকা থেকে ইব্রাহিমকে গ্রেফতার করে। ইব্রাহিম উপজেলার চরসফিপুর গ্রামের আয়নাল সরদারের পুত্র। পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইদ আহমেদ তালুকদার জানান গত ১৮ মার্চ রাত ৯টার দিকে ইব্রাহিম সরদার তার দুই সহযোগী সিয়াম সিকদার ও স্বপন মোল্লাকে নিয়ে সফিপুর ইউনিয়নের সমিতিরহাট এলাকা থেকে ১৪বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে তুলে নিয়ে পাশ্ববর্তী হোগলাপাতা বনে নিয়ে ধর্ষণ করে। ওই সময় স্থানীয়রা টের পেলে ধর্ষনকারীরা কিশোরীকে ফেলে পালিয়ে যায়। বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রের উপ-পরিচালক সোহেল সরদার বিষয়টি পুলিশকে জানালে তারা কিশোরীর উদ্ধার করে এবং ডাক্তারি পরীক্ষা শেষে ১৯ মার্চ মুলাদী থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়। বাকী আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ।