বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় এক গৃহবধূকে ধর্ষনের অভিযোগে শনিবার আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। আগৈলঝাড়া থানা পুলিশ ধর্ষককে শনিবার গ্রেফতার করেছে। ধর্ষিতা গৃহবধূকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
পুলিশের এসআই আব্বাস ও মামলা সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার পশ্চিম বাগধা গ্রামে গত ২৬ এপ্রিল সন্ধ্যায় এক গৃহবধূ তার ফুফু বাড়ি থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে পার্সবতি কোটালীপাড়া উপজেলার হরিনাহাট্রি গ্রামের ফজলুল হক খানের ছেলে দুই সন্তানের জনক কাওছার (২৫) গৃহবধূকে ধর্ষন করে। কাওছার পূর্ব থেকে ওৎঁ পেতে এক সন্তানের জননী গৃহবধূকে (২০) কে জোর পূর্বক মৃত্যুঞ্জয় মজুমদারের বাড়ির পুকুর পারে নিয়ে ধর্ষণ করে।
এব্যপারে আগৈরঝাড়া থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো.আফজাল হোসেন জানায়, গৃহবধূ বাদী হয়ে ধর্ষন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে, যার নং-১৬,(২৭-৪-২০১৯)। আগৈলঝাড়া থানা পুলিশ ধর্ষক কাওছারকে গ্রেফতার করে। গ্রেফতার কৃত ধর্ষককে শনিবার সকালে বরিশাল আদালতে প্রেরনা করা হয়েছে। আদালতের বিচারক ধর্ষক কাওছারকে জেল হাজতে প্রেরনের নিদের্শ দিয়েছেন।
গৃহবধূকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।