জেলার গৌরনদী পৌর বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান খান ওরফে মুকুল খানকে নাশকতা ও বিস্ফোরক মামলায় রাজধানী ঢাকার রূপনগর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গৌরনদী মডেল থানার উপপরিদর্শক সগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটনের রূপনগর থানা এলাকা থেকে নাশকতা ও বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মিজানুর রহমান খান ওরফে মকুল খানকে (৫৫) শুক্রবার ভোররাতে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃত বিএনপি নেতাকে শনিবার বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।