চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিরোধপূর্ণ জমিজমার শত্রুতার জেরে প্রায় ২শ’ ফলবান পেয়ারা, আম ও পেঁপে গাছ কেটে ধ্বংস করেছে দূর্বৃত্তরা। নাচোল থানায় দায়েরকৃত বাদীর এজাহারসূত্রে জানাগেছে, উপজেলার শিবপুর শিয়ালা মৌজার হাল ২৫ খতিয়ানভূক্ত ৩২০দাগের ১১শতাংশ জমি রাজশাহীর বোয়ালিয়া নিবাসী শ্রী বজেন্দ্র মোহন মৈত্রের নিকট থেকে ১৯৭০ সালে ২১৪০৫নং খোসকবলা দলিলমূলে মৃত সমতুল্যা মন্ডলের ছেলে হাবিবুর রহমান মালিক হন। ১৯৭২ সালে ক্রয়সূত্রে হাবিবুর রহমানের নামে রেকর্ডও হয়। কিন্তু একই এলাকার মৃত জেশারত আলীর ছেলে নওশাদ আলীসহ অন্যান্যরা ১৯৭৫ সালে সৃজিত দলিলমূলে ওই জমি তাদের বলে দাবি করে। হাবিবুর রহমানের ক্রয় করা ও দখলীয় জমিতে সৃজিত পেয়ারা বাগান ও অন্যান্য গাছ গাছালী কেটে ফেলার হুমকি দিয়ে আসে নওশাদ আলীসহ অন্যান্য অংশিদারেরা। এরই প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জ সহকারী জজ আদালতে (৩৯/৯৭নং) মামলা করলে সেটি অদ্যাবধি চলমান আছে। তার পরেও বিবাদিরা হাবিবুর রহমানের দখলীয় পেয়ারা বাগান কেটে ধ্বংস করার হুমকি দিতে থাকে। ওই বাগান দেখাশুনা করা ও তার নিকট বিক্রয়শর্তে সালাউদ্দিনের ছেলে রেজাউল করিম জমির মালিকের পক্ষে গত ১৪ এপ্রিল নাচোল থানায় শিবপুর শিয়ালা গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে লতিফ ও লোকমান, দেরাস উদ্দিনের ছেলে নওশাদ ও তার ছেলে দুরুল, মাক্তাপুর এলাকার আবদুস সাত্তারের ছেলে তরিকুল ডাবলুর ছেলে ডলার, গোলাবড়ি গ্রামের আব্দুল্লার ছেলে কালাম, ও মাধবপুর গ্রামের আলফাজ র বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে নাচোল থানাপুলিশ বিবাদিরাকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় উপস্থিত হতে বলেন। কিন্তু বিবাদিরা থানায় প্রয়েজনীয় কাগজপত্র না দেখিয়ে গত ২৬ এপ্রিল বিকাল ৩টার দিকে ওই জমির বেড়া ভেঙে প্রায় ২শ’ পেয়ারাগাছসহ, আম ও পেপে গাছ কেটে ধ্বংস করে ফেলে। এজাহারে আরো জানা গেছে ওইসময় রেজাউলের স্ত্রী রোশনা বেগম বাধা দিতে গেলে তাকেও প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে বাগানের বেড়া ও রেজাউলের বাড়িতে হামলা করে। এরই প্রেক্ষিতে রেজাউল করিম বাদি হয়ে গত ২৬ এপ্রিল নাচোল থানায় বিবাদীদের বিরুদ্ধে এজাহার করেন। এজাহার পেয়ে নাচোল থানার উপ-পুলিশ পরিদর্শ রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে নাচোল থানার কর্মকর্তা ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, শিবপুর শিয়ালা গ্রামে পেয়ারা বাগান কাটার অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।