জেলার হিজলা উপজেলার শাখা নদীর চরকেল্লা নামক স্থানে একটি ইঞ্জিন চালিত ট্রলারে অভিযান চালিয়ে চার লাখ বাগদা চিংড়ির রেনুপোনা ও ১২ মন জাটকাসহ তিন জনকে আটক করেছে নৌ-পুলিশের সদস্যরা।
হিজলা নৌ-পুলিশের পরিদর্শক শেখ বেল্লাল হোসেন জানান, শুক্রবার মধ্যরাতে হিজলার শাখা নদীর চরকেল্লা নামক স্থানে অভিযান চালিয়ে একটি ইঞ্জিন চালিত ট্রলারে অভিযান চালিয়ে চার লাখ বাগদা চিংড়ির রেনুপোনা ও ১২ মন জাটকাসহ তিন জনকে আটক করা হয়।
শনিবার সকালে আটককৃতদের হিজলা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসলে উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুইজনকে এক বছর করে কারাদন্ড প্রদান করেন। দন্ড প্রাপ্তরা হলেন, ভোলা জেলার পূর্ব ইলিশা এলাকার কামাল হোসেন(৪০) ও স্বপন চন্দ্র তালুকদার (৪০)। এছাড়াও আটককৃত অপরজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। তিনি আরও জানান, দন্ডপ্রাপ্তরা রেনুপোনা ও জাটকা নিয়ে ভোলা থেকে শরিয়তপুর যাচ্ছিলো।