দীর্ঘ প্রায় ১১ ঘন্টাপর রহনপুর রেল বন্দরের সঙ্গে রাজশাহী সহ সারাদেশে রেল যোগাযোগ শুক্রবার স্বাভাবিক হয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী থেকে রহনপুর গামী কমিউটার ট্রেনের ইঞ্জিন রহনপুর রেল স্টেশনে প্রবেশের সময় লাইনচ্যূত হলে সারাদেশের সাথে রহনপুর রেল বন্দরের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে রহনপুর থেকে রাজশাহী হয়ে ঈশ্বরদী গামী একটি কমিউটার ও একটি লোকাল ট্রেন সহ দুটি ভারত থেকে আমদানি কৃৃত পন্যবাহী ট্রেনের যাত্রা বাতিল করতে বাধ্য হয় রেল কর্তৃপক্ষ। এদিকে বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর কাঁকন হাট রেল স্টেশনে দুর্ঘটনা কবলিত কমিউটার ট্রেনের ইঞ্জিনের একটি স্প্রিং ক্ষতিগ্রস্ত হলে তার দিয়ে জোড়াতালির মাধ্যমে ট্রেনটি ঝুকিপূর্ণভাবে রহনপুর রেলস্টেশনে প্রবেশের সময় লাইনচ্যুত হয়। এদিকে পরপর দুটি ট্রেনের যাত্রা বাতিল হওয়ায় শত শত রেল যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। শুক্রবার ভোর রাতে একটি রিলিফ ট্রেন দুর্ঘটনা স্থলে পৌছে লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধার করলে সকাল ৬টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রহনপুর রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মামুনুর রশিদ জানান, সকালে লাইন ক্লিয়ার হওয়ার পর প্রায় ৪ ঘন্টা বিলম্বে সকাল ১০টার দিকে রহনপুর থেকে খুলনা গামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়।