সরকারের চাপের মুখে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য জাহিদুর রহমান শপথ নিয়েছেন বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল এসব কথা বলেন।
শপথ নেওয়ার বিষয়ে সরকারের তরফ থেকে কোনো চাপ আছে কিংবা বিএনপিকে ভাঙার কোনো চেষ্টা হচ্ছে বলে মনে করেন কি না- এমন প্রশ্ন বিএনপি মহাসচিবের সামনে রেখেছিলেন একজন সাংবাদিক।
উত্তরে ফখরুল বলেন, এটা তো স্বাভাবিক, বাংলাদেশের রাজনীতিতে এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। বাংলাদেশে বরাবরই এ ধরনের দল ভাঙার প্রচেষ্টা হয়েছে, ভেঙেছে। কিন্তু বিএনপিকে এভাবে ভেঙে বা দল থেকে ছুটকে নিয়ে গিয়ে কোনো লাভ হয়নি। বিএনপি সবসময় তার নিজের পায়ে ফিরে এসে দাঁড়িয়েছে এবং স্বমহিমায় জনগণের কাছে গেছে।
শপথ নেওয়ার পেছনে সরকারের চাপ আছে- এটাই বলতে চাচ্ছেন কি না, এমন প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, নিঃসন্দেহে, সব সময়ই থাকে, যে সরকারই আসুক, এ ধরনের সরকার যারা জনগণের ভোটে নির্বাচিত হয় না, তাদেরকে এভাবে ভিন্ন অগণতান্ত্রিক কৌশলেই চেষ্টা করতে হয় ক্ষমতায় টিকে থাকার জন্য।
বিএনপিতে ভাঙনের শঙ্কা আছে কি নাÑএমন প্রশ্নে সরকারের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘এসব বিষয়ে আমাদের কোনো উদ্বেগ নেই। বিএনপি জনগণের একটি দল হিসেবে এ দেশে সব সময়ই সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। নিঃসন্দেহে এই চাপ সব সময় থাকে। যে সরকারই ক্ষমতায় থাকুক, যারা জনগণের ভোটে নির্বাচিত হয় না তাদের এই ধরনেরই হীন অগণতান্ত্রিক কৌশল অবলম্বন করতে হয় ক্ষমতায় টিকে থাকার জন্য।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি, গণফোরাম, নাগরিক ঐক্যসহ কয়েকটি দল নিয়ে আওয়ামী লীগবিরোধী জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়। ঐক্যফ্রন্ট থেকে মনোনয়নপ্রাপ্ত প্রায় সবাই বিএনপির ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচন করেন। নির্বাচনে বিএনপি থেকে ছয়জন ও গণফোরাম থেকে দুজনসহ মোট আটজন নির্বাচিত হন।
নির্বাচনের পর পরই ভোটে ব্যাপক কারচুপি আর অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় জাতীয় ঐক্যফ্রন্ট। তাঁরা শপথ নিবেন না বলেও সিদ্ধান্ত নেন। কিন্তু এর মধ্যে দলীয় সিদ্ধান্ত অমান্য করে গণফোরামের দুজন সংসদ সদস্য হিসেবে শপথ নেন। পরে তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়। সুলতান মনসুরকে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি থেকেও সরিয়ে দেওয়া হয়।
এবার জাতীয় ঐক্যফ্রন্টের তৃতীয় এবং বিএনপির প্রথম সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন ঠাকুরগাঁও-৩ (রানীশংকৈল-পীরগঞ্জ) আসন থেকে নির্বাচিত জাহিদুর রহমান। জাহিদুর ১৯৯১ সাল থেকে নির্বাচন করছেন। কিন্তু কোনোবারই তিনি পাস করতে পারেননি। এ নিয়ে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৫ জন শপথ নিলেন। এখন বাকি আছেন বিএনপির পাঁচ নির্বাচিত প্রতিনিধি।
জাহিদ ছাড়া একাদশ সংসদ নির্বাচনে জয়ী বিএনপির বাকি পাঁচজন হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বগুড়া-৬), আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), হারুনুর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩), মোশাররফ হোসেন (বগুড়া-৪) ও উকিল আবদুস সাত্তার (ব্রাক্ষণবাড়ীয়া-২)। এ মাসের মধ্যে শপথ না নিলে নিয়ম অনুযায়ী তাদের সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে।
মির্জা ফখরুল বলেন, জাহিদুর রহমান শপথ নিয়েছেন দলের সিদ্ধান্ত ভঙ্গ করে। এটা তিনি অত্যন্ত গর্হিত কাজ করেছেন, অন্যায় করেছেন, অপরাধ করেছেন। এজন্য তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যেটা আমরা বলি সাংগঠনিক ব্যবস্থা, সেই ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে।
একজন ব্যক্তির সিদ্ধান্তে দলের বড় কোনো ক্ষতি হয় না মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, এই ধরনের ঘটনায় দলে কোনো বিশৃঙ্খলা নেই, এই ধরনের ঘটনা অতীতেও ঘটেছে এবং এতে আমরা খুব বেশি উদ্বিগ্ন নই। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ শপথ নিলে সংসদে তার সদস্যপদের বৈধতা নিয়ে বিএনপি স্পিকার বা নির্বাচন কমিশনের কাছে যাবে কি না এমন প্রশ্নও রাখা হয়েছিল মির্জা ফখরুলের সামনে। উত্তরে তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে।
জাহিদের বিরুদ্ধে কী ধরনের সিদ্ধান্ত হতে পারে জানতে চাই তিনি বলেন, সেটা স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে। আমি তো একা সিদ্ধান্ত নেয়ার মালিক নই। যখন সিদ্ধান্ত হবে আপনারা তা জানতে পারবেন। বিএনপির দীর্ঘদিনের তৃণমূল নেতা জাহিদ সংসদে যোগ দেওয়ায় নেতিবাচক কোনো প্রভাব পড়বে কিনা- এ প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ‘‘এটা আপনারা (সাংবাদিকরা) মনে করতে পারেন, আমরা মনে করি না।
দলের সিদ্ধান্ত নির্বাচিতরা মানছেন না এবং অনেকে সংসদে যাওয়ার বিষয়ে ইতিবাচক কথা বলছেন- এ বিষয়টাকে কীভাবে দেখছেন জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এখানে এমপিরা বলতে তো কেউ নেই। এখন পর্যন্ত একজন গেছেন। বাকি যারা আছেন, যাদেরকে আপনারা ইঙ্গিত করছেন, তাদের সিদ্ধান্ত আমরা জানি না বা তারা জানায়নি এখনো।
আমাদের দলের যেটা সিদ্ধান্ত ছিল সেটাই বহাল আছে। আমরা শপথ গ্রহণ করব না- এ বিষয়ে আর কোনো দ্বি-মত থাকার কথা নয়। দলের সিদ্ধান্ত যারা ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে দল যা ব্যবস্থা নেওয়ার নেবে।
খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপি ‘বড় কোনো কর্মসূচি’ নেবে কিনা- এ প্রশ্নে ফখরুল বলেন, বড় কর্মসূচি বলতে আপনারা কী বোঝাচ্ছেন, আমরা জানি না। আমরা দেশনেত্রীর মুক্তির ব্যাপারে আন্দোলনে সংগ্রামে আছি। এটা ধীরে ধীরে জনগণের দাবিতে পরিণত হচ্ছে এবং হবে।
জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের নেতৃত্বে এদিন নেতা-কর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে জিয়ার কবর জিয়ারত এবং পুস্পমাল্য অর্পণ করেন বিএনপি মহাসচিব।
মহিলা দলের জেবা খান, হেলেন জেরিন খান, শাম্মী আখতারসহ কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।