প্রতি বছরে বর্ষা মৌসুমে ভবদহ পাড়ের বাসিন্দাদের কান্না ছাড়া কিছুই করার থাকে না। এ অবস্থা থেকে উত্তরণের জন্য নতুন করে পানি নিস্কাশনে নদী ও খাল খনন কাজে ৬’শ ৭৫ কোটি টাকার মহাপরিকল্পনা গ্রহন করতে যাচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়। ইতোমধ্যে পাউবো (পানি উন্নয়ন বোর্ড) এ সংক্রান্ত সুপারিশমালার নথি যাচাই-বাছাই শেষ করেছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি নথি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে, ভবদহের অভিশাপে ভবদহ পাড়ের পোড় খাওয়া মানুষ ও পানি নিস্কাশন সংগ্রম কমিটির দীর্ঘদিনের প্রাণের দাবি টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) প্রকল্প বাদ দেয়া হয়েছে। টিআরএম নিয়ে এ অঞ্চলের মানুষ দ্বিধাবিভক্ত হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলে জানাগেছে। এসব বিষয় নিশ্চিত করেছেন যশোর পাউবো’র নির্বাহী প্রকৌশলী প্রবীর গোস্মামী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, যশোর ও খুলনা জেলার বিল কপালিয়া, বিল ভায়না, বিল খুকশিয়া, বিল বোকড়সহ ২৭ বিলের পানি নিস্কাশনের একমাত্র প্রবাহ পথ ভবদহ স্লুইচ গেট। ভবদহ স্লইচ গেটের উভয় পাশের নদীসহ তৎসংলগ্ন খাল পলিতে ভরাট হওয়ায় জোয়ারের পানি উপচে পড়ছে গ্রাম রক্ষা বাঁধের উপর। এর ফলে গ্রাম রক্ষা বাঁধ চরম ঝুঁকিতে রয়েছে। আসন্ন বর্ষা মৌসুমে ভারি বৃষ্টি ও উজানের ঢলে ভয়াবহ মানবিক বিপর্যয়ের আংশকা করছে ভবদহ পাড়ের লাখো ভূক্তভোগী গ্রামবাসী।
এদিকে দীর্ঘদিনের প্রাণের দাবি টিআরএম প্রকল্প বাদ দেয়ায় এ অঞ্চলের অধিকাংশ ভূক্তভোগি মানুষ ও ভবদহ পানি সংগ্রাম কমিটির মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। তাদের একটাই দাবি টিআরএম ছাড়া স্থায়ী জলাবদ্ধতার হাত থেকে রেহায় পাওয়ার কোন বিকল্প পন্থা হতে পারে না।
এর আগে ২০১৮ সালে ২ আগস্ট সংশ্লিষ্ট মন্ত্রালয়ে টিআরএম প্রকল্প চালুসহ ভবদহের সার্বিক উন্নয়নে ৪ কোটি ৪৮ লাখ টাকা ব্যয় নির্ধারন করে একটি বিশাল বােেজটের প্রকল্প অনুমোদন সাপেক্ষে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছিলো। পরের মাসেই আবার ওই সিদ্ধান্ত থেকে সরে আসে মন্ত্রণালয়। ভবদহ অঞ্চলে জনগণের মধ্যে দ্বিধা-বিভক্তির অজুহাত দেখিয়ে টিআরএম প্রকল্প বাদ দেয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে।
পানি উন্নয়ন বোর্ড ও মন্ত্রণালয় সূত্রে জানাগেছে, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে টিআরএম প্রকল্প বাদ দেয়ার পর পুনরায় নতুন করে খাল ও নদী খনন প্রক্রিয়ায় আনাসহ ভবদহ উন্নয়নে একটি বিশাল বাজেটের প্রকল্প যাচাই-বাছাই করতে পাউবোকে দায়িত্ব দেয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
পাউবো’র যশোর জেলা নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্মামী জানান, ২০১৮ সালে (ডিসেম্বর-ফেব্রুয়ারি) তিন মাস মাঠ পর্যায় যাচাই-বাছাই সম্পন্ন হয়। একই বছরের ২৮ ফেব্রুয়ারি ৬’শ ৭৫ কোটি টাকার একটি প্রকল্প পানি উন্নয়ন বোর্ডে চূড়ান্ত যাচাই-বাছাই কৃত একটি সুপারিশকৃত নথি বৃহস্পতিবার মন্ত্রণালয়ে ডিপিপি (প্রকল্পভূক্ত) হতে পাঠানো হয়েছে। অচিরেই মন্ত্রণালয় হতে এটি চুড়ান্ত অনুমোদন হবে বলেও তিনি জানান।
সূত্র আরও জানায়, কপোতাক্ষ নদ, ভৈরব নদ, হরিহর নদ, মুক্তেশ্বরী নদ, টেকা নদীসহ ৬০টি খাল খনন ও ভবদহের সার্বিক উন্নয়ন ৬’শ ৭৫ কোটি টাকার বিশাল অংকের এ বাজেট গ্রহন করা হয়েছে।
কথা হয় ভবদহ পানি নিস্কাশন সংগ্রাম কমিটির আহবায়ক রনজিৎ বায়ালীর সাথে। তিনি আশংকার কথা জানিয়ে বলেন, টিআরএম প্রকল্প ছাড়া ভবদহের স্থায়ী জলাবদ্ধতার সমাধান সম্ভব নয়। এ এলাকায় এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে, অচিরেই টিআরএম চালু না হলে আগামী ১ থেকে ২ বছরের মধ্যে ভবদহের বিস্তৃর্ণ এলাকা পানিতে তলিয়ে যাবে। এতে এ এলাকায় চরম মানবিক বিপর্যয়ের আশংকা করছেন এ সংগ্রামী নেতা।
তিনি দাবি করেন, ভবদহ সংলগ্ন বিলের ভেঁড়িবাঁধ কেটে দিয়ে জোয়ার আধার সৃষ্টি করা হলে নদীগুলো নাব্যতা ফিরে পাবে। তিনি বিল খুকশিয়ার উদাহরন টেনে বলেন, ২০০৫ সালে ওই বিলে টিআরএম চালু করা হয়। বর্তমানে ওই বিলে ফসল ফলাচ্ছে কৃষকরা। প্রতিটি নদীর ৩০ মাইল অন্তর বিলের সাথে কেটে দিলে পলি অপসারন হবে। এতে করে নদীর নাব্যতা ফিরে আসবে।
ভবদহ কলেজের অধ্যক্ষ আব্দুল মতলেব সরদার ক্ষুব্ধ কন্ঠে বলেন, টিআরএম প্রকল্প বাদ হতে পারে তা গত বছরের অক্টোবর মাসে ভবদহে এলাকায় অনুষ্ঠিত পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি উচ্চ কমিটির সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ারের কথায় ইঙ্গিত পাওয়া গিয়েছিলো। খুড়াখুড়ি করে শুধু অর্থের নয়ছয় হবে। সাময়িক জলাবদ্ধতা নিরসন হলেও এলাকার স্থায়ী জলাবদ্ধতার একমাত্র সমাধান টিআরএম চালু করা।