ঝালকাঠি শহরের ৬নং ও ৭নং ওয়ার্ড যুবলীগের কার্যালয়ের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনের এমপি ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর ছবিসহ অফিসের আসবাবপত্র ভাঙচুর করা হয়। বুধবার রাত সাড়ে ৩ টার দিকে শহরের কির্ত্তীপাশা মোড়স্থ যুবলীগের কার্যালয়ে এ তান্ডব চালানো হয়। অফিস তত্ত্বাবধায়ক এবং ওয়ার্ড যুবলীগ সভাপতি রুবেল শরীফ জানান, জেলা যুবলীগ নেতা কামাল শরীফের সার্বিক সহযোগিতায় দলীয় কার্যক্রম পরিচালনার সুবিধার্থে অফিস নেয়া হয়। অফিস নেয়ার শুরুতেই স্থানীয় কাউন্সিলর দু’সহোদর হুমায়ুন কবীর খান এবং শাহ আলম খান ফারসু অফিস সরিয়ে নেয়ার হুমকি দেয়। বুধবার মধ্যরাতে তারা দলবল নিয়ে নিয়ে এসে অফিসের সাটারে কুপিয়ে এবং তালা ভেঙে ভিতরে প্রবেশ করে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও এমপি আমু ভাইর ছবিসহ অফিসের আসবাবপত্র ভাঙচুর করে। এ ঘটনায় থানা পুলিশকে অবহিত করলে সকালেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কাউন্সিলর হুমায়ুন কবীর খান জানান, যুবলীগের নাম দিয়ে অফিস বানিয়ে মধ্যে জুয়ার আড্ডা, স্কুল ছাত্রীদের ইভটিজিংসহ নানান ধরনের অপরাধ কার্যক্রম চলতো। স্থানীয় কাউন্সিলর হিসেবে তা নিষেধ করা আমার উপর ক্ষিপ্ত হয়। তারা নিজেরা অফিস ভেঙে এখন আমাদের উপর দায়চাপানোর চেষ্টা চলছে। সদর থানার এসআই আনোয়ার হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। হামলা-ভাঙচুরের দৃশ্যমান কোন স্বাক্ষি নেই। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।