 COAST GUARD.jpg) 
		
	পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন কাউয়ার সাগর মোহনা থেকে বালুবাহী বাল্কহেড বোঝাই বিশাল ভারতীয় শাড়ির চালানসহ ১০ জনকে আটক করেছে কোষ্টগার্ড নিজামপুর ক্যাম্পের সদস্যরা। 
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে এ কোষ্টগার্ড সদস্যরা এ অভিযান চালায়। কোষ্টগার্ডের অভিযানের খবর টের পেয়ে মূল দুই পাচারকারী পালিয়ে গেলেও বাল্কহেডে থাকা ১০ জনকে আটক করে। আটককৃতরা হলেন আওলাদা মিয়া, শহীদ শেখ, আলী মিয়া, বেল্লাল মিয়া, জাহিদ, মো. লিটন, সবুজ, অজিয়ত ও মন্টু মিয়া।
আটক আওলাদ ও লিটন জানান, বুধবার দুপুরে পটুয়াখালীর প্রফুল্ল ও জয়দেব নামের দুইজন তাদের পাথর খালাসের কথা বলে সাগরে নিয়ে যায়। কাউয়ার সাগর মোহনা থেকে প্রায় ১৫ কিলোমিটার গভীরে এ মাল খালাসের কথা ছিলো। গভীর রাতে দুটি ট্রলারে করে এ মাল আসে। তারা একটি ট্রলারের মাল বাল্কহেডে আপলোড করলেও কোষ্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অন্য ট্রলারটি পালিয়ে যায়।
কোষ্টগার্ড পটুয়াখালী অফিসের গানারী কর্মকর্তা লেফটেনেন্ট এম এনায়েতউল্লাহ নিজামপুর কোষ্টগার্ড ক্যাম্পে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা ৩২৪ বান্ডিল শাড়ির চালানটি আটক করতে সক্ষম হয়েছেন। এ সময় বাল্কহেডে থাকা ১০ জন ও বাল্কহেডটি আটক করা হয়েছে। প্রাথমিকভাবে কত পিচ শাড়ি ও থ্রিপিচ ও আনুমানিক মূল্য জানাতে পারেন নি। আটক করা বিশাল এ কাপড়ের চালানটি বরিশাল কাস্টমস অফিসে জমা করা হবে এবং আটককৃত ১০জন ও বাল্কহেডটি মহিপুর থানায় হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় মামলা হবে বলে তিনি জানান।