পিরোজপুরের নাজিরপুর উপজেলাসহ জেলার ৬টি উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিজয়ীদের শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ বাক্য অনুষ্ঠানে বিজয়ী জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান বরিশাল বিভাগীয় কমিশনার রামচন্দ্র দাস। নাজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মাষ্টার অমূল্য রঞ্জন হালদার, পুরুষ ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, মাহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা রুনা। গেজেট অনুসারে গতকাল বৃহস্পতিবার ২৫এপ্রিল সকাল ১০টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ বাক্য অনুষ্ঠিত হয়। উল্লেখ্য গত ৩১ মার্চ চতূর্থ ধাপে এইসব উপজেলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।