
ফেনীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যায় সরাসরি জড়িত শাহাদাত হোসেন শামীমের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে ফেনীর জৈষ্ঠ বিচারিক হাকিম জাকির হোসাইনের আদালতে তুলে মামলার তদন্তকারি কর্মকর্তা শাহ অঅলম ৫ দিনের রিমান্ড চাইলে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।
এর আগে আসামি শাহাদাত হোসেন শামীম মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়েয়ে হত্যার নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে গত ১৪ এপ্রিল ফেনীর জৈষ্ঠ হাকিম জাকির হোসাইনের আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছিলো।
অধ্যক্ষ সিরাজ উদ-দৌলার ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত শাহাদাত হোসেন শামীমকে গত ১২ এপ্রিল সকালে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে গ্রেপ্তার করেছিলো পিবিআই।
এদিকে নুসরাহ হত্যা মামলায় গ্রেপ্তার সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহল আমিনের ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। রিমান্ড শেষে বৃহস্পতিবার দুপুরে একই আদালতে তোলা হয় রুহুল আমিনকে। পরে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। গত ২০ এপ্রিল থেকে ৫ দিনের রিমান্ডে ছিলো রুহুল আমিন। এর আগে ১৯ এপ্রিল রুহুল আমিনকে সোনাগাজীর বাড়ি থেকে গ্রেপ্তার করেছিলো পিবিআই।