রাজবাড়ীতে ২টি আইসক্রিম ফ্যাক্টরী ও একটি ক্লিনিককে জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার দুপুরে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাগণ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম জানান, বালিয়াকান্দিতে ২টি আইসক্রিম ফ্যাক্টরীসহ ১টি ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যথাযথ ভাবে মোড়ক ব্যবহার না করার দায়ে সেতু সুপার আইসক্রীমকে ৩৭ ধারায় ৫ হাজার টাকা ও পল্ল¬ব সুপার আইসক্রীমকে ৩ হাজার টাকা এবং শাপলা ক্লিনিক এ- ডায়াগনস্টিক সেন্টারকে সেবার মূল্য প্রদর্শণ না করার দায়ে ৩৯ ধারায় ১০ হাজার টাকা ও সেবাগ্রহীতার জীবন বিপন্নকারী কার্য করার দায়ে ৫২ ধারায় ২০ হাজার টাকাসহ মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে সহায়তা করেন জেলা প্রশাসন, জেলা পুলিশ ও উপজেলা প্রশাসন।