মোল্লাহাটে উপজেলা প্রশাসনের হস্থক্ষেপে জনৈক আবুল ফকিরের কবল থেকে অবৈধ দখল মুক্ত হলো আঠারোবাকি নদী পাড়ের গাংনী কেন্দ্রীয় সার্বজনীন মহাশশ্মান। গতকাল বুধবার সকাল ১১টায় এ অবৈধ দখলমুক্ত করাসহ ওই স্থানে শশ্মানের সাইনবোর্ড স্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাঈদ মোমেন মজুমদার ও থানা কর্মকর্তা ইনচার্জ কাজী গোলাম কবীর।
রাজনীতিক, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তি, হিন্দু সম্প্রদায়ের নেতা ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে অবৈধ দখল মুক্ত করাসহ শশ্মানের অনুকুলে দখল ফিরিয়ে দেয়ার এ ঘটনায় সনাতন ধর্মালম্বিদের মাঝে খুশির জোয়ার বইছে। প্রশাসনসহ সকলের উপস্থিতিতে শশ্মান কমিটির তাৎক্ষণিক উদ্যোগে আজ বৃহস্পতিবার মহোৎসব অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ এবং সকলকে দাওয়াত দেয়া হয়।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগ সভাপতি কালিপদ বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, ইউপি চেয়ারম্যান সিকদার উজির আলী, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক মিঠু মন্ডল, ডাঃ মনোরঞ্জন, অধ্যাপক সোহেল রানা মাসুম, শশ্মান কমিটির সভাপতি সঞ্জিত কুমার শীল, সদস্য বিনয় কুষ্ণ বিশ্বাস, গৌতম চন্দ্র শাহা ও ইউপি সদস্য নুরইসলাম প্রমূখ।