খুলনার পাইকগাছায় বেসরকারী সংস্থা ডরপ এর পানিই জীবন প্রকল্পের সহযোগিতায় পানি স্যানিটেশন ও স্বাস্থ্য বিষয়ক স্থানীয় চাহিদা ও উন্নয়ন পরিকল্পনার উপর প্রাক বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার গদাইপুর ইউনিয়ান পরিষদে ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের উদ্দ্যোগে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমানের সভাপতিত্বে প্রাক-বাজেট সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক হায়দার আলী পাড়, মাদ্রসার সুপার আমিনুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটন, জগন্নাথ দেবনাথ, কল্লোল মল্লিক, শিক্ষক শিবশংকর রায়, ইউপি সদস্য গাজী আবদুস ছাত্তার, জবেদ আলী গাজী, আজিজুর রহমান, কাজী রবিউল ইসলাম, শহিদুল ইসলাম, আবদুল হকিম, সুফিয়া বেগম, রোজিনা খাতুন, মনিরা বেগম, শিক্ষক লুৎফর রহমান, ডরপ পানিই জীবন উপজেলা কোয়াডিনেটর মো. আবু সায়েম, কমিউনিটি ডেবাল্পেমেন্ট কর্মকর্তা মো. আলী হোসাইন, একাউন্টিং সাঈদ মোহম্মাদ খলিল ও পিয়ারী আক্তার পিয়া প্রমুখ।