‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এমন সত্যকে আন্তরিকভাবে লালন করছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের গর্বিত সন্তান ও আমেরিকা প্রবাসী মোহাম্মদ কাজল। মানুষের দুঃখ, হাসি-কান্নার সাথে তিনি নিজকে জড়িয়ে ফেলেছেন বহু আগেই। এজন্য একাধিক সম্মাননাও পেয়েছেন তিনি। কর্মঠ এ কাজলের সুনাম আমেরিকা ছাড়াও নিজ উপজেলায় ছড়িয়ে পড়ছে। স্থানীয় এলাকাবাসী জানায়, বিগত ১৯৯৫ সালের জানুয়ারী মাসে জীবিকার তাগিদে পাড়ি দেন আমেরিকায়। সেখানে বর্তমানে তিনি একজন সফল ব্যবসায়ী। এ বছর পহেলা বৈশাখে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের উদ্যোগে কাজল আমেরিকায় মেলার আয়োজন করেন। সেই মেলায় দেশী-বিদেশী শিল্পী এবং স্বনামধন্য ব্যক্তিবর্গের মিলন মেলা ঘটে। এরআগে শিক্ষা এবং সমাজসেবায় বিশেষ অবদান রাখায় আমেরিকা প্রবাসী মোহাম্মদ কাজলকে ভারতের কলকাতায় ‘মৈত্রী সম্মাননাও প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন অবদানের জন্য তিনি একাধিক পদক পেয়েছেন। আমেরিকায় প্রায় সময় তাঁর সামাজিক কর্মকা- বন্ধুদের চোখে পড়ে। বহু আগে বসুরহাটে ‘শতরূপা’ নামের প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে তাঁর কর্মজীবন শুরু হয়। তিনি কোম্পানীগঞ্জের মোহাম্মদ নগর গ্রামের মৃত আলহাজ¦ সুলতান আহামদের পুত্র। তাঁর বাবা সুলতান আহমেদ বসুরহাটের স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন। পরিবারের সদস্যরা বসুরহাটেই নিজস্ব বাসায় বসবাস করছেন। ১৯৯২ সালে কৃতিত্বের সাথে বসুরহাট সরকারী মুজিব কলেজ থেকে বিএ পাস করেন তিনি। ওদিকে পৌর মার্কেট সংলগ্ন নিজেদের খাজা মার্কেট ও খাজা বেকারী তাঁর ছোট ভাই খাজা নজরুল ইসলাম এবং স্বপন সুনামের সাথে পরিচালনা করছেন। ১৯৯৮ সালে তিনি আমেরিকার মেরিল্যান্ড স্টেটের বাল্টিমোর শহরে সারাটোগা রোডে ‘বিসমিল্লাহ বডি ওয়েল এ- ভ্যারাইটি ষ্টোর’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। পরে আরো বড় আকারের দুটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। বাবা মায়ের গর্বিত সন্তান ও এলাকার মানুষের আপনজন কাজল। তিনি এক পুত্র সন্তানের জনক। মোহাম্মদ কাজল পরিবারের ৭ ভাই-বোনের মধ্যে ২য়। কাজলের পৃষ্ঠপোষকতায় পরিচালিত সংস্থাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নিজ বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত ‘আলহাজ¦ সুলতান-আনোয়ারা ফাউন্ডেশন’। ওই প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি বহু সামাজিক কার্যক্রম চালিয়ে আসছেন। বসুরহাট একাডেমীর মাধ্যমে ২০০৬ সালে তিনি চালু করেন আলহাজ¦ সুলতান -আনোয়ারা স্কলারশীপ বৃত্তি। এই প্রকল্পের আওতায় তিনি প্রতি বছর বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করে থাকেন। ইতোমধ্যে কাজল শত শত ছেলে-মেয়েকে লেখাপড়ায় সহযোগিতা করার কারণে জনপ্রিয়তাও বেড়েছে। আবার অসুস্থ গরীব রোগীদের তিনি সাধ্যমত সাহায্য করেন। বছরের দুই ঈদেও এলাকার দুস্থ্যদের জন্য তাঁর সহযোগিতা থাকে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং দলীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কাজলের সু-সম্পর্ক রয়েছে বলে বসুরহাটে জনশ্রুতি রয়েছে। তিনি চট্টগ্রাম থেকে প্রকাশিত সাপ্তাহিক আলোকিত সৌরভ পরিচালিত প্রতিষ্ঠান মোহছেন আউলিয়া-কাদের-ওবিধা ফাউন্ডেশনের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও বসুরহাটের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বসুরহাট একডেমীর পরিচালক ও বসুরহাট নার্সিং হোমের প্রতিষ্ঠাতা সদস্য তিনি। কাজলের সমাজসেবায় আরেক অন্যতম নিদর্শন কবিরহাট রোডের গোয়ালের পোল এলাকায় অন্তত ৪৫ লাখ টাকা ব্যয়ে স্থাপিত বায়তুন নাজাত জামে মসজিদ। এ মসজিদ চালু হওয়ায় হাজার হাজার মানুষ আনন্দিত। এতিম সন্তান, দরিদ্র মেয়ের বিয়ে এবং পড়ালেখায় কিংবা চিকিৎসায় তাঁর সহযোগিতা উল্লেখ করার মত। অন্যদিকে কাজল আমেরিকায় একাধিক সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পদেও দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। কোম্পানীগঞ্জ উপজেলার রাজনৈতিক অভিজ্ঞ বিশ্লেষকদের মতে, কাজলের মত আরো কিছু প্রবাসী এবং ব্যবসায়ী নিজ এলাকায় সমাজসেবায় এগিয়ে এলে হতদরিদ্র মানুষগুলো আরো উপকৃত হবেন।