বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে এক মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযোগ করেছে তাঁর পরিবার। ঘটনার পর থেকেই লম্পট দুই যুবক পলাতক রয়েছে।
উপজেলা সদর ইউনিয়নের রনবাঘা কৈগাড়ীর মাদ্রাসাছাত্রীকে ধষর্ণের চেষ্টার অভিযোগে গত মঙ্গলবার রাতে মেয়ের বাবা বাদী হয়ে ওই গ্রামের কাওছার আলী ও হাসু মিয়ার নামে থানায় অভিযোগ করেন।
মেয়েটির বড় বোন লাবনী খাতুন বলেন, গত শনিবার দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করছিল। এ সময় পূর্বপরিচিত উপজেলার সদর ইউনিয়নে কৈগাড়ী গ্রামের কাওছার আলী ও হাসু মিয়ার বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে ভ্যানে তুলে নেয়। পরে মাঠের মধ্যে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দুজন মিলে তাঁকে ধর্ষণের চেষ্টা করে। লোকলজ্জা ও ভয়ে মেয়েটি প্রথমে এ ঘটনা পরিবারকে জানায়নি। কিন্তু পরে সে তার মা’র কাছে তা প্রকাশ করে।
মেয়েটির সৎ বাবা ইয়াছিন আলী বলেন, লম্পট কাওছারের বাবা ধর্ষণের ঘটনায় মামলা না করতে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছেন এবং মিমাংশার কথাও বলছেন। এরপরেও বিচারের দাবিতে তিনি থানায় অভিযোগ করেছেন।
থানার কর্মকর্তা ইনচার্জ (তদন্ত) আনিছুর রহমান বলেন, এই ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে অভিযোগ করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।